ক’রো’না আত’ঙ্কে মসজিদে জুমাসহ সব নামাজ বন্ধ করল কাতার

Mar 17, 2020 / 07:44pm
ক’রো’না আত’ঙ্কে মসজিদে জুমাসহ সব নামাজ বন্ধ করল কাতার

প্রা’ণ’ঘা’তী ক’রো’না’ভাইরাস বিস্তার রোধে সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমার জামাত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কাতার।

মঙ্গলবার জোহরের সময় থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব মসজিদে নিয়মিত নামাজ ও জুমার জামাত বন্ধ থাকবে দেশটির ধর্মমন্ত্রণালয় ঘোষণা দিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পর কাতার এ সিদ্ধান্ত নিয়েছে বলে আল আরাবিয়ার খবরে বলা হয়েছে।

এর আগে সোমবার দেশটিতে ৩৮ জন নতুন ক’রো’না আ’ক্রা’ন্তকে শনাক্ত করা হয়েছে।

কাতার নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটিতে মোট আ’ক্রা’ন্তের সংখ্যা ৪৩৯ এ পৌঁছেছে। এরমধ্যে বিদেশ থেকে ফিরে আসা তিন কাতারি নাগরিকও রয়েছে।

জনস্বাস্থ্যের হুম’কির মুখোমুখি হয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার এবং ওমান মহামারী মোকাবেলায় কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।