করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের শীর্ষ ধর্মীয় নেতার মৃত্যু

ইরানের শীর্ষ ধর্মীয় পরিষদের এক প্রবীণ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। করোনায় এ নিয়ে দেশটিতে ১২ বিশিষ্ট রাজনীতিবীদের মৃত্যু হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে। ধর্মীয় পরিষদ দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন ও নিয়োগ দেয়।
ইরানের ধর্মীয় পরিষদের ওই সদস্যের নাম আয়াতুল্লাহ হাশেম বাথায়ি গোলপায়েগানি (৭৮)। মৃত্যুর দুইদিন আগে তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এ তথ্য রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ‘ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি’র (ইরনা) এক প্রতিবেদনে জানানো হয়েছে।
বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, তেহরানের ৮৮ সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ পরিষদের একজন প্রতিনিধি ছিলেন আয়াতুল্লাহ হাশেম বাথায়ি। করোনায় আক্রান্ত হয়ে সাবেক ও বর্তমান মিলিয়ে দেশটির অন্তত ১২ নেতার মৃত্যু হলো। এছাড়া এরকম আরও অন্তত ১৩ জন নেতা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ইসনা জানিয়েছে, করোনা ভাইরাসে ইরানের কয়েকজন প্রখ্যাত অর্থনীতিবিদ এবং রাজনৈতিক কর্মীরও মৃত্যু হয়েছে। এছাড়া ফারিবোরজ রইস নামের ৭১ বছর বয়সী আরেক নামকরা অর্থনীতিবিদ করোনায় আক্রান্ত হয়ে ছয় দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন।
চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস চীনে কমেছে। ইউরোপকে করোনা প্রাদুর্ভাবের নতুন কেন্দ্রস্থল হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমলেও গত ২৪ ঘণ্টায় ইরানে ভাইরাসটিতে আরও ১১৩ জনের মৃত্যু হয়েছে।
একদিনে নতুন করে শতাধিক মৃত্যু নিয়ে ইরানে মোট মৃতের সংখ্যা এখন ৮৫৩ জন। এছাড়া দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১৪ হাজার ৯৯১। তবে আক্রান্তদের মধ্যে ৪ হাজার ৯৯৬ জন সুস্থ হয়েছেন।
উল্লেখ্য, চীনে করোনা ভাইরাস প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। কিন্তু চীনের বাইরে অন্যান্য দেশে ব্যাপক আকারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এতে বিশ্বব্যাপী প্রচণ্ড আতঙ্ক ও ভয়ের সৃষ্টি হয়েছে।
করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৬৬৯ জনসহ মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ১৭১ জনের। শুধু চীনেই মৃতের সংখ্যা ৩ হাজার ২২৬। চীনের বাইরে মারা গেছে ৩ হাজার ৯৪৫ জন।
এ ভাইরাসে বিশ্বজুড়ে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৮২ হাজার ৬০৫ জন। এর মধ্যে ৭৯ হাজার ৮৮১ জন সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন। এছাড়া চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৮১ এবং চীনের বাইরে ১ লাখ ১ হাজার ৭২৪ জন মানুষ।
বর্তমানে ৯৫ হাজার ৫৫৩ জন আক্রান্ত রয়েছেন। তাদের মধ্যে ৮৯ হাজার ৩৯০ জনের অবস্থা সাধারণ (স্থিতিশীল অথবা উন্নতির দিকে) এবং বাকি ৬ হাজার ১৬৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আক্রান্তের অনুপাতে মৃত্যুর হার ৮ শতাংশ এবং সুস্থতার হার ৯২ শতাংশ।
চীনে উদ্ভূত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত বিশ্বের ১৬২টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
যেসব দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছে-
এর মধ্যে চীনে ৩ হাজার ২২৬, ইটালি ২ হাজার ১৫৮, ইরান ৮৫৩, স্পেন ৩৪২, ফ্রান্স ১৪৮, যুক্তরাষ্ট্র ৯১, দক্ষিণ কোরিয়া ৮১, যুক্তরাজ্যে ৫৫ জন সহ ১৬২টি দেশে মৃত্যু হয়েছে ৭ হাজার ১৭১ জনের।