বাংলাদেশে দুই শিশুসহ আরো তিনজন আ’ক্রান্ত: আইইডিসিআর

ক’রো’না’ভা’ইরাসে দেশে দুই শিশুসহ আরো তিনজন আ’ক্রা’ন্ত হয়েছেন। ছোঁয়াছে এ ভাইরাসে সবমিলে বাংলাদেশে আ’ক্রা’ন্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে।
সোমবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের নিয়মিত সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
সেব্রিনা ফ্লোরা বলেন, ক’রো’না’ভা’ই’রাসে নতুন করে আ’ক্রা’ন্ত’দের মধ্যে এক নারী ও দুই শিশু রয়েছে। আ’ক্রা’ন্ত দুইজন সম্প্রতি বিদেশ থেকে বাংলাদেশে এসেছিলেন। তাদের শরীরে ক’রো’না’ভা’ইরাস থাকায় পরিবারের একজন আ’ক্রা’ন্ত হয়েছেন।
আইইডিসিআরের পরিচালক আরও বলেন, একজন রোগীর পরিবারের সদস্য ছিল। তাদের যেহেতু কন্ট্রাক্ট ট্রেসিং করার সময় ওই রোগীর পরিবারের সদস্যদের মধ্যে উপসর্গ পাওয়া যায়। পরে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে ওই পরিবারের সদস্যদের মধ্যে ক’রো’না’ভা’ই’রাসের উপস্থিতি পাওয়া যায়।
সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করছে ক’রো’না’ভা’ইরাস। এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভা’ই’রাস।
ছোঁয়াছে এই ভাইরাস বিশ্বে ম’হা’মা’রী আকার ধারণ করেছে। এ ভা’ই’রাসে এখন পর্যন্ত ১ লাখ ৬৯ হাজার ৩৮৭ জন রোগী আ’ক্রা’ন্ত হয়েছে এবং ৬ হাজার ৫১৩ জন মৃ’ত্যু’বরণ করেছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন