প্রবাসীর স্ত্রী আ’ত্ম’হ’ত্যা’র আগে লিখে গেলো ‘আমার জন্য তুমি জী’বন দিও না’

কিশোরগঞ্জের ভৈরবে শান্তা ইসলাম নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুল’ন্ত লা’শ উ’দ্ধা’র করেছে পুলিশ। পুলিশ গৃহবধূর লেখা একটি চি’রকুট উদ্ধার করে। চি’র’কুটে লেখা ছিল ‘আমার জন্য তুমি জী’বন দিও না’।
শনিবার ভৈরব বাজারের টিনপট্টির একটি বাড়ি থেকে তার লা’শ উ’দ্ধা’র করে পুলিশ।
নিহত শান্তা ইসলাম নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরীপুর গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী। তবে তারা কয়েক মাস যাবৎ ভৈরব বাজারের একটি বাসায় ভাড়া থাকত। গৃহবধূর দুটি শিশু সন্তান রয়েছে।
স্বামী জুয়েল মিয়া বলেন, আমি তিন বছর যাবৎ সৌদিতে ছিলাম। প্রবাসে থাকা অবস্থায় জানতে পারি আমার স্ত্রী আমার এলাকার বিল্লাল নামের একটি ছেলের সঙ্গে পর’কী’য়ায় জ’ড়িয়ে পড়ে। আমি তাকে নিষেধ করলেও সে তার সঙ্গে যোগাযোগ রাখত।
এ কারণে আমি গত ৮ জানুয়ারি দেশে এসে আমার শ্বশুর শাশুড়িকে ঘটনাটি জানাই। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে আমার স্ত্রীর সঙ্গে ঝ’গ’ড়া হয়। এ সময় তাকে আমি মা’র’ধ’র করি।
সকালে বাসা থেকে আমি বাইরে গেলে সে গলায় র’শি দিয়ে আ’ত্ম’হ’ত্যা করে। আমার মেয়ে মোবাইলে খবর দিলে আমি তৎক্ষণাৎ বাসায় এসে ঘটনা দেখে স্থানীয় কাউন্সিলরকে ঘটনাটি জানাই,, বলেন জুয়েল।
গৃহবধূর মা হেলেনা বেগম বলেন, প্রেমিক বিল্লালকে আমি বহুবার নি’ষে’ধ করলেও সে বাধা উপেক্ষা করে আমার মেয়ের সঙ্গে যোগাযোগ রাখত। দুদিন আগেও আমার জামাই ও মেয়েকে বু’ঝিয়ে ঘটনার মী’মাং’সা করে গেছি। কিন্তু জুয়েল গত রাতে আমার মেয়েকে মা’র’ধ’র করার কারণে আমার মেয়ে আ’ত্ম’হ’ত্যা করে।
ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার জানান, খবর পেয়ে পুলিশ গৃহ’বধূর লা’শ উ’দ্ধার করে থানায় নিয়ে আসেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে প’র’কী’য়ার ঘটনায় ঝ’গ’ড়া করে গৃহবধূ আ’ত্ম’হ’ত্যা করেছে। মৃ’ত্যু’র আগে সে একটি চি’রকুট লিখে গেছে যা পুলিশ উ’দ্ধা’র করে।
জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আ’ট’ক করা হয়েছে। লা’শ ময়’না’ত’দ’ন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।