তিন রো’গীই সু’স্থ, বাংলাদেশ এখন ক’রোনা মু’ক্ত : আইসিইডিআর

বাংলাদেশ এখন করোনা মুক্ত বলে ঘোষণা দিয়েছে জাতীয় রো’গতত্ত্ব, রো’গ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইসিডিইআর)।
শনিবার (১৪ মার্চ) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে আইসিডিইআরের মুখপাত্র মীরজাদী সেরিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, করোনা আ’ক্রান্ত তিন রো’গীর সবাই এখন সুস্থ। তাই বাংলাদেশে এখন আর করোনা নেই।
এর আগে, বাংলাদেশে তিন করোনা আ’ক্রান্ত রো’গী শনাক্ত হয়।
তারা নিজেরাই আইসিডিইআর এর সাথে যোগাযোগ করেন। সাথে সাথেই তাদের আইসোলেশনে নিয়ে চিকিৎসা শুরু করা হয়।
এছাড়া এই তিনিজনের সংস্পর্শে আসা আরো ৪০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়।
কোয়ারেন্টাইনে রাখা কারো মধ্যেই করোনার লক্ষণ প্রকাশিত হয় নি।