মধ্যরাতে বাড়ির দরজা ভে’ঙে মধ্যরাতে সাংবাদিককে তু’লে নিয়ে গেল ম্যা’জিষ্ট্রেট

মধ্যরাতে বাড়িতে হা’না দিয়ে কুড়িগ্রামের স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলামকে তু’লে নিয়ে গেছে জে’লা প্রশাসনের মোবাইল কোর্ট। শুক্রবার (১৩ মার্চ)
দিবাগত রাতে ডিসি অফিসের দুই-তিন জন ম্যা’জিস্ট্রেট ১৫-১৬ জন আনসার সদস্যকে নিয়ে দরজা ভে’ঙে তার বাসায় প্রবেশ করে।
এ সময় আরিফুলের বাসায় আধা বোতল মদ ও দেড়শ’ গ্রাম গাঁ’জা পাওয়া গেছে বলে দাবি করেন তারা। আরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জে’লা প্রতিনিধি।
সাংবাদিক আরিফুলের স্ত্রী বলেন, শুক্রবার রাত ১২টার দিকে খাওয়া শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় হঠাৎ কে বা কারা দরজা
ধাক্কাধাক্কি শুরু করলে আমার স্বামী ফোনে স্বজনদের বি’ষয়টি জানান। এক পর্যায়ে দরজা ভে’ঙে তারা আমার স্বামীকে মা’রধর শুরু করে।
আমি বা’ধা দিতে গেলে তারা আমাকেও মা’রতে উদ্যত হয়। পরে আমার স্বামীকে তুলে নিয়ে যায়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর ইসলাম বলেন, ‘আমরা জানতে পেরেছি ডিসি অফিসের লোকজন মোবাইল কোর্টের জন্য আরিফুলকে নিয়ে গেছে।’
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জে’লা প্রশাসক মোছা. সুলতানা পারভীন একটি পুকুর সংস্কার করে নিজের নামে নামকরণ করতে চেয়েছিলেন।
আরিফুল এ বি’ষয়ে নিউজ করার পর থেকেই তার ও’পর ক্ষু’ব্ধ ছিলেন জে’লা প্রশাসক।
এছাড়া, সম্প্রতি জে’লা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ নিয়ে ডিসি সুলতানা পারভীনের অনিয়ম নিয়েও প্রতিবেদন তৈরি করেন আরিফুল।
এ কারণে আরিফুলের ও’পর আরও ক্ষু’ব্ধ হন তিনি। তবে এ বি’ষয়ে জানতে জে’লা প্রশাসক সুলতানা পারভীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন