মন্ত্রীর গালে চু’মু, ক’রোনা ভা’ইরাসে আ’ক্রান্ত স্পেনের রানি

Mar 14, 2020 / 01:29pm
মন্ত্রীর গালে চু’মু, ক’রোনা ভা’ইরাসে আ’ক্রান্ত স্পেনের রানি

প্রাণঘাতী করোনা ভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছেন ইউরোপের দেশ স্পেনের রানি লেতিজিয়া।

স্পেন সরকারের এক মন্ত্রীও করোনা ভাইরাসে আ’ক্রান্ত হয়েছেন।

ধারণা করা হচ্ছে, ওই মন্ত্রীর সংস্প’র্শে এসেই ক’রোনায় আ’ক্রান্ত হন রানি।

কেননা, সম্প্রতি রানি লেতিজিয়া ওই মন্ত্রীর গালে চু’মু খেয়েছিলেন। এদিকে, স্পেনে করোনা ভাইরাসে আ’ক্রান্ত হয়ে মৃ’ত্যুর হার এক লাফে বেড়েছে ৮০ শতাংশ।

এরপর প্রা’ণঘা’তী এ ভাইরাসে আরও মানুষের সংক্র’মণ ঠেকাতে সোমবার থেকে দেশটির সব স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

কাতালোনিয়া এবং গ্যালিসিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শনিবার থেকে বন্ধ হচ্ছে। বাকিগুলো বন্ধ হবে সোমবার থেকে।

আর মাদ্রিদ ও লা রিওজার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগে থেকেই বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্তত দুই সপ্তাহ বন্ধ থাকবে। প্রয়োজনে বন্ধের এ মেয়াদ আরও বাড়ানো হতে পারে।

পর্তুগালের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও সোমবার বন্ধ হচ্ছে বলে খবর রয়েছে এবং গোটা মা’র্চ মাসই তা বন্ধই থাকবে।

এরমধ্যে বৃহস্পতিবার স্পেনের ৪টি শহর অব’রুদ্ধ করা হয়েছে। স্পেনে এটিই প্রথম এ ধরনের পদ’ক্ষেপ।

মহা’মা’রি আকারে ছড়িয়ে পড়া ভাইরাসের কারণে সম্ভাব্য আর্থিক ক্ষ’তি কিভাবে পুষিয়ে নেয়া হবে সে বিষয় দিকনির্দেশনাও দেয়া হয়েছে সরকারের তরফ থেকে।

সাম্প্রতিক এ পরিস্থিতিকে সুনামি আখ্যা দিয়েছেন দেশটির হোটেল ব্যবসায়ীরা। এ ব্যবসায়ীরা তাদের ব্যবসার ভবিষ্যত নিয়ে শ’ঙ্কায় রয়েছেন।

গেল শুক্রবার একটি অনুষ্ঠানে স্পেনের মন্ত্রী আইরিন মনতেরোর সঙ্গে করম’র্দন করেছিলেন রানি লেতিজিয়া। একটি ছবিতে দেখা যাচ্ছে ওই অনুষ্ঠানে রানি ও মন্ত্রী একে অ’পরের গালে ঐতিহ্যবাহী ‘স্প্যানিশ কিস’ দিচ্ছেন।

বৃহস্পিতিবার রাত থেকে যেভাবে চারটি শহর অব’রুদ্ধ করেছে স্পেন, এরআগে ইতালিও একই ধরনের ব্যবস্থা নিয়েছিল।

আপাতত ওই চার শহরে বাইরের কেউ ঢু’কতে পারছেন না, আবার ভেতর থেকে কেউ বের হতে পারছেন না।

অবশ্য বিশেষ ক্ষেত্রে পু’লিশের অনুমতি নিয়ে রাত ১২টা পর্যন্ত শহর থেকে বের হওয়া যাবে। এ চার শহরই বার্সেলোনা প্রদেশের ভেতর পড়ে।

শহর চারটিতে প্রায় ৭৬ হাজার মানুষের বাস। সূত্র : ডেইলি মেইল