হি’জবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ক’রো’নায় আ’ক্রা’ন্ত!

একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে প্রা’ণ’ঘা’তী ক’রো’না’ভা’ই’রাস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আ’ক্রা’ন্তের সংখ্যা। আ’ক্রা’ন্ত হচ্ছে অনেক বিখ্যাত ব্যক্তিরাও। এবার সেই তালিকার যোগ হলো লেবাননের ইসলামী প্র’তি’রো’ধ আ’ন্দো’ল’ন হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ।
জেরুজালেম পোস্ট লেবানন ও আরব গণমাধ্যমের বিভিন্ন সূত্র দাবি করেছে হি’জ’বু’ল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ক’রো’না’ভা’ই’রা’সে আ’ক্রা’ন্ত হয়েছেন।
সংবাদে বলা হচ্ছে, সম্প্রতি ইরানের স্পিকার লারিজানির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দল হাসান নাসরুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। ওই প্রতিনিধি দলের একজন ক’রো’না’তে আ’ক্রা’ন্ত হওয়ার বিষয়টি প্রকাশিত হওয়ার পর থেকে হাসান নাসরুল্লাহ ক’রো’না’য় আ’ক্রা’ন্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে।
পত্রিকাটির দাবি, হাসান নাসরুল্লাহসহ হিজবুল্লাহর শীর্ষ নেতারা ক’রো’না’ভা’ই’রা’সে আক্রান্ত হয়েছেন কিনা তা নিশ্চিত হতে পরীক্ষা করেছেন। বর্তমানে তিনিসহ শীর্ষ কয়েক নেতা কোয়ারেন্টাইনে রয়েছেন।
যদিও হাসান নাসরুল্লাহর করোনায় আ’ক্রা’ন্ত হওয়ার বিষয়টি এখনও স্বীকার করেনি হিজবুল্লাহ। তারা এ বিষয়ে হ্যাঁ বা না কিছুই বলছে না। হাসান নাসরুহল্লাকে সর্বশেষ গত মাসের শেষ দিকে প্রকাশ্যে দেখা গিয়েছিল। এরপর থেকে তিনি লা’পা’ত্তা।
উল্লেখ্য, হিজবুল্লাহকে বিশ্বের সবচেয়ে শ’ক্তিশালী গেরিলা সংগঠন বলা হয়। ১৯৭৫ সালে হিজবুল্লাহ প্রতিষ্ঠা হয়। ১৯৮২ সালে প্রথমবার লেবাননে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তারা লড়াই শুরু করে।
কিন্তু আনুষ্ঠানিকভাবে হিজবুল্লাহ আত্মপ্রকাশ করে ১৯৯২ সালে। হি’জ’বু’ল্লাহর ঘনিষ্ঠ মিত্র ইরান। লেবাননের রাজধানী বৈরুতে তাদের প্রধান কার্যালয়। ইহুদী রাষ্ট্র ইসরাইলের প্রধান মাথাব্যাথার কারণ এই হিজবুল্লাহ।