অ’প’হ’রণের ২৪ দিন পরও স্কুলছাত্রীর কোনো সন্ধান মেলেনি

মাদারীপুরের কালকিনিতে ডাক্তার দেখানোর কথা বলে মুরশিদা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীকে অ’প’হ’র’ণ করে নিয়ে যায় তার চাচাতো ভাই।
এই অ’প’হ’র’ণের ২৪ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি ওই স্কুলছাত্রীর। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর পরিবার থানায় একটি অ’প’হ’রণ মা’ম’লা দায়ের করেছেন। অ’প’হৃ’ত মুরশিদা আক্তার উপজেলার খাতিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
মা’ম’লা ও ভু’ক্ত’ভো’গীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বালীগ্রাম এলাকার পূর্ববোতলা গ্রামের চাঁন মিয়া হাওলাদারের স্কুল পড়ুয়া মেয়ে মুরশিদা আক্তার সামান্য জ্ব’রে ভুগছিলেন। পরে এ সুযোগে তাকে ডাক্তার দেখানোর কথা বলে গত ১৮ ফেব্রুয়ারি একই এলাকার মজিদ আকনের ছেলে সাহাবুদ্দিন আকন রাস্তা থেকে জো’র’পূর্বক অপ’হ’রণ করে অ’জ্ঞা’ত স্থানে নিয়ে যায়।
সাহাবুদ্দিন আকন ওই স্কুলছাত্রীর সম্পর্কে চাচাতো ভাই। এ অ’প’হর’ণের পর থেকে কোনো খোঁজখবর মিলছে না মুরশিদার। এদিকে তাকে না পেয়ে মুরশিদার মা মাহিনুর বেগম উপজেলার ডাসার থানায় প্রথমে একটি সাধারণ ডা’য়ে’রি করেন।
এরপরও তার কোনো হদিস না পাওয়ায় মাহিনুর বেগম বাদী হয়ে গত ৪ মার্চ ডাসার থানায় একটি অ’প’হ’রণ মা’ম’লা দায়ের করেন। কিন্তু থানায় মা’ম’লা হলেও এ বিষয় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে ভু’ক্ত’ভো’গী পরিবারের দাবি।
ভু’ক্ত’ভোগী স্কুলছাত্রীর মা মাহিনুর বেগম সাংবাদিকদের কাছে অ’ভি’যোগ করে বলেন, আমার মেয়ে মুরশিদাকে ডাক্তার দেখানোর কথা বলে সাহাবুদ্দিন অ’প’হ’রণ করে নিয়ে গেছে। আজ পর্যন্ত আমার মেয়ের কোনো সন্ধান পায়নি। এদিকে পুলিশের ভূমিকা রহ’স্য’জ’নক। তারা এ বিষয় কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এ বিষয় অ’ভি’যু’ক্ত সাহাবুদ্দিন আকনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলার ডাসার থানার এসআই মিলন মন্ডল বলেন, আ’সা’মী সাহাবুদ্দিন আকনকে গ্রে’ফ’তারের জো’র চেষ্টা চলছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন