কোহলি অধিনায়ক থাকলে ভারত আইসিসি ট্রফি জিততে পারবে না

Mar 12, 2020 / 06:32pm
কোহলি অধিনায়ক থাকলে ভারত আইসিসি ট্রফি জিততে পারবে না

বিরাট কোহলি যতদিন অধিনায়ক হিসেবে থাকবেন ততোতিন ভারত আইসিসির কোনো টুর্নামেন্টে শিরোপা জিতেতে পারবে না। এমটিই দাবি করছেন ভারতীয় সমর্থকরা।

সদ্য শেষ হওয়া ওমেন্স বিশ্বকাপের আগে ভারতীয় নারী দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু তার শুভেচ্ছা বার্তা পাওয়ায় ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি ভারত। যে কারণে বিরাট কোহলিকেই দোষারোপ করা হচ্ছে।

ভারতীয় সমর্থকদের দাবি কোহলি শুভেচ্ছা বার্তা জানালে দল হেরে যায়। যেমনটা হয়েছে এ বারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে।

আর এ কারণে কোহলির বিরুদ্ধে সই সংগ্রহ করা শুরু করেছে চেঞ্জ ডট ওআরজি নামে একটি ওয়েব সাইট। তারা কোহলিকে অশুভ দাবি করেছে। তাদের দাবি কোহলি শুভেচ্ছা জানালে ভারতীয় দল আইসিসির কোনো টুর্নামেন্টে শিরোপা জিততে পারবে না।

কোহলিকে শুধু শুভেচ্ছা বার্তা দেয়া থেকে আটকানোই নয়, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকেও সরাতে সই সংগ্রহ শুরু করেছে চেঞ্জ ডট ওআরজি। তারা কোহলির পরিবর্তে তারকা ওপেনার রোহিত শর্মাকে ভারতীয় দলের অধিনায়ক করার জোর দাবি তুলেছে।