ই’সলাম ধ’র্ম নিয়ে ক’টুক্তি, স্কুল শি’ক্ষককে গনধো’লাই

Mar 12, 2020 / 01:51pm
ই’সলাম ধ’র্ম নিয়ে ক’টুক্তি, স্কুল শি’ক্ষককে গনধো’লাই

ই’সলাম ধ’র্ম নিয়ে ক’টুক্তি ও গরুর মাংস খাওয়া হারাম মন্তব্য করার অ’ভিযোগে উজ্জ্বল কুমার রায় (৪৭) নামের এক স’হকারী শি’ক্ষককে গনধো’লাই দিয়েছে গ্রা’মবাসীরা। তার পর গ্রামবাসীরা তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

রবিবার ৮ই মার্চ রাতে বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল বাজারে গনধোলাই এর ঘটনা ঘটে। অ’ভিযুক্ত শি’ক্ষকের বি’চারের দা’বিতে এ’লাকাবাসী সোমবারে বি’ক্ষো’ভ মিছিল করে।

এদিকে ক’টুক্তি করার অ’ভিযোগে, স’হকারী শি’ক্ষক উজ্জ্বল কুমার রায়কে সা’ময়িক ব’রখাস্ত করা হয়েছে। অ’ভিযুক্ত উজ্জ্বল উপজেলার খাংগাপুর ইউনিয়ন এর মেদাকুল বিএমএস ইনিস্টিটিশন এর স’হকারি শি’ক্ষক ও সমর সিঙহ গ্রামের প্রফুল্ল রায়ের পুত্র।

অ’ভিযোগ অ’স্বীকার করেছেন অ’ভিযুক্ত শি’ক্ষক উজ্জ্বল কুমার রায়। থানা হাযতে তিনি সাংবাদিকদের বলেন, একটি কু’চক্রি মহল আমার ভা’বমূর্তি ন’ষ্ট করার জন্য। অ’পপ্রচার চা’লাছে।

বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শি’ক্ষার্থী সুমাঈয়া আক্তার, সাকিব মোল্লা, সৌরভ হাসান অভিযোগ করে বলে, রবিবার বেলা সাড়ে ১০ টার দিকে, ১০ম শ্রেনীর ২য় ক্লাসে বিজ্ঞান পড়াতে আসেন উজ্জ্বল রায়।

স্যার বিজ্জান বিষয়ের ক্লাসে খাদ্যে আমিষ নিয়ে পাঠদানের সময় বলেন, আলেমদের দিয়ে গরু কে’টে মাংস খাওয়ানোটা ভ’ন্ডামি, কচ্ছপ খাওয়া উত্তম।

গরু খাওয়া হারাম। হুজুররা অপদার্থ। ঐ শিক্ষক ধ’র্মীয় অনুভূতিতে আ’ঘাত আনায় অন্যান্য শী’ক্ষার্থীদের মধ্যে ক্ষো’ভ ও অ’সোন্তোষ ছ’ড়িয়ে পড়ে। বিষয়টি জানা জানি হলে, ছাত্র-ছাত্রী অভিবাবকদের মাঝে তী’ব্র ক্ষো’ভের সৃষ্টি হয়।

জানা গেছে শিক্ষক উজ্জ্বল কুমার রায় রবিবার রাতে মাদাকুল বাজারে আসলে ক্ষু’দ্ধ গ্রা’মবাসী তার উ’পর হা’মলা চা’লিয়ে তাকে গণধো’লাই দেয়।

খবর পেয়ে গৌর নদী থানার পুলিশ ঔ দিন রাত ৯ টার দিকে ঘটলাস্থলে পৌছে ঐ শি’ক্ষককে উ’দ্ধার করে থানায় নিয়ে যায়।