ভারতীয় নারীরা ভজন গাইলেন ‘ক’রোনা ভাগ যা’ (ভিডিও)

সারা বিশ্বে ম’হা’মা’রী আ’কারে ছড়িয়ে পড়া ক’রো’না’ভা’ই’রাস আ’তং’কে রয়েছে দক্ষিণ এশীয় দেশগুলো। এরই মধ্যে ভারতে ৬২ জনকে শনাক্ত করা হয়েছে। এ অবস্থায় ভা’ই’রা’সটি তাড়াতে ভারতীয় নারাীরা ভজন গাইলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভজনের ভিডিওটি ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, নারীরা দল বেঁধে গান গাইছেন, ‘ক’রো’না ভাগ যা, ভারত মে তেরা কেয়া কাম? ক’রো’না ভাগ যা…’।
৪ মিনিটের কম সময়ের ভিডিওটিতে নারীদের মোবাইলের দিকে তাকিয়ে এ গান গাইতে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ১০ লাখের বেশি দেখা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে। এটি শেয়ার হয়েছে ২২ হাজারেরও বেশি।
এতে অনেকেই কমেন্ট করেছেন। একজন লিখেছেন, ‘কেউ কি এই গানের কথা বলতে পারবেন?’
অন্য একজন লিখেছেন,‘এই গান শুনে নি’র্ঘা’ত ক’রো’না’ও ভেবেছিল এবার দুনিয়া ছাড়ার সময় এসে গেছে।’
ক’রো’না’ভা’ই’রা’সের প্রথম দেখা দেয় চীনের উহান শহরে।তারপর পর্যায়ক্রমে তার সারা বিশ্বে ছড়াতে থাকে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত এই ভা’ই’রা’সে ৬২ জনের আক্রান্ত হওয়ার পাওয়া গেছে। এর মধ্যে কেরালায় আ’ক্রা’ন্ত হয়েছেন ১৪ জন।