প্রেম-ভালোবাসা যেন যৌ’তুকের কাছে নিঃস্ব!

জয়া চৌধুরী ও জহিরুল ইসলাম সম্পর্কে আপন খালাতো ভাই-বোন। উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল প্রায় ৫ বছর। ২০১৭ সালে একই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে তারা।
ওই বছরের মার্চ মাসে সিলেটের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার সেল বর্ষ গ্রামের মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের মেয়ে জয়া চৌধুরী পা’লি’য়ে বিয়ে করে একই এলাকার মো. আলাউদ্দিনের পুত্র জহিরুল ইসলামকে। তবে ওই বিয়ের কোনো কাবিন করা হয়নি।
এ সুযোগটি কাজে লাগিয়ে বিয়ের কয়েক মাস পর থেকে মোটা অংকের যৌ’তু’ক দাবি করে আসছিল স্বামী জহিরুল। যখনই তাকে (জহিরুল) বিয়ের কাবিন করার কথা বলা হয় তখনি সে ১০ লাখ টাকা যৌ’তু’কের জন্য চাপ দিতে শুরু করে। টাকা দিতে অস্বীকার করলে সে জয়াকে বে’ধ’ড়’ক মা’র’পি’ট করে।
এভাবে প্রায় ৩ বছর বহু কষ্টে যৌ’তু’ক’লো’ভী স্বামীর শারীরিক ও মানসিক নি’র্যা’ত’ন সহ্য করে। সোমবার রাতে জহিরুল তাকে শরীরে আ’গু’ন দিয়ে পু’ড়ি’য়ে মা’র’তে চেয়েছিল বলে অ’ভি’যো’গ করে স্ত্রী জয়া চৌধুরী।
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ফটিকা গ্রামের মেডিকেল গেট এলাকার পূর্ব পার্শ্বে নূর মঞ্জিল সংলগ্ন আজিমের ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে। মাত্র দুই মাস আগে এরা উক্ত বাসাটি ভাড়া নেয়। এর আগে তারা চট্টগ্রাম শহরেও বাসা ভাড়ায় থাকত। এ ঘটনায় থানা পুলিশ স্বামী জহিরুল ইসলামকে আ’ট’ক করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়।
হাটহাজারী মডেল থানা পুলিশের এসআই মো. হেলাল খান জানান, সোমবার রাতে যৌতুকের দাবি করে জহিরুল ইসলাম তার স্ত্রী জয়া চৌধুরীর শরীরে আ’গু’ন দিয়ে হ’ত্যা’র চেষ্টা চালায়। এ সময় জয়া চৌধুরীর চিৎ’কা’র শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে এবং আ’হ’ত অবস্থায় তাকে উ’দ্ধা’র করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে (জয়া) প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার দুই হাত, পেট ও পি’টের বেশ কিছু অংশ আ’গু’নে পু’ড়ে গেছে।
এ দিকে এ ঘটনায় থানায় জয়া চৌধুরী নিজে বাদী হয়ে একটি যৌ’তু’ক ও নি’র্যা’তন মা’ম’লা দায়ের করে। ওই মা’ম’লায় তার স্বামী জহিরুল হককে আ’সা’মি করা হয়। জহিরুল পেশায় একজন অটোরিকশাচালক।