অন্য পুরুষের সঙ্গে শুতে রাজি না হওয়ায় ‘স্ত্রীর মাথা ন্যা’ড়া করলেন স্বামী’

প্রকাশিত: মার্চ ১০, ২০২০ / ০৭:৫৫অপরাহ্ণ
অন্য পুরুষের সঙ্গে শুতে রাজি না হওয়ায় ‘স্ত্রীর মাথা ন্যা’ড়া করলেন স্বামী’

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অন্যের সঙ্গে স’হবাসে রাজি না হওয়ায় স্ত্রীর মাথা ন্যা’ড়া করে দিয়েছেন স্বামী আমিরুল ইসলাম (৪৭)। শনিবার বিকেলে উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার স্বামীর বি’রু’দ্ধে মা’ম’লা দায়ের করেছেন নির্যাতিতা নারী।

দুপুরে পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রে’প্তা’র করেছে। অ’ভি’যু’ক্ত আমিরুল ইসলাম মৃত ফতে আলীর ছেলে। তার বাবার বাড়ি কুষ্টিয়া জেলায়। আমিরুলের স্ত্রী ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কাঞ্চনপুর গ্রামের সোরাপ আলী মন্ডলের মেয়ে। তাদের সংসারে সম্পা (১১), চম্পা (৮) দুই মেয়ে ও রাব্বী হাসান নামে ১৩ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয়রা জানায়, আমিরুল তার স্ত্রীকে প্রায় শারী’রিক নি’র্যা’তন করেন। বেশির ভাগ সময় বাড়ির গেট বন্ধ করে শরীরে কাপড়বি’হীন অবস্থায় লা’ঠি দিয়ে পে’টা’য়। সে জন্য তার বাড়িতে কোনো মানুষ যায় না। তার নির্যাতনের সময় কেউ বাধা দিলে তার নামে আমিরুল স্ত্রীকে জ’ড়িয়ে মি’থ্যা বদ’না’ম দিতেন।

ভু’ক্ত’ভোগী নারী জানায়, তার স্বামী আমিরুল বেশ কয়েকদিন থেকে তাকে শারীরিক নি’র্যা’তন করত এবং অন্য পুরুষের সাথে স’হবাসের কু’প্র’স্তাব দিত। এমন প্রস্তাবে রাজি না হলে নি’র্যা’তনের মাত্রা বাড়িয়ে দিত এবং খাওয়া-দাওয়ার খরচ বন্ধ করে দিত।

এমন য’ন্ত্র’ণা সহ্য করতে না পেরে গত ৭ মার্চ শনিবার বালিয়াডাঙ্গীতে ননদের বাড়িতে বিচার দিতে গেলে সেখানে স্বামী আমিরুল উপস্থিত হয়। সেখান থেকে জোর করে তাকে বাড়িতে নিয়ে আসে এবং হাত-পা বারান্দায় পিলারের সাথে বেঁ’ধে ব্লে’ড দিয়ে তার মাথা ন্যা’ড়া করে দেয়।

তার কা’ন্নার শব্দ শুনতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে উ’দ্ধা’র করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আমিরুল বাড়ি থেকে পা’লি’য়ে যায়।

তিনি আরো জানান, নি’র্যা’ত’নের বিষয়ে স্থানীয় চেয়ারম্যানকে বি’চার দিয়েও কোনো কাজ হয়নি। তার স্বামী আমিরুলের বিচার এলাকায় কেউ করতে চায় না। বর্তমানে আমি তিন সন্তানকে নিয়ে ননদের বাড়িতে আশ্রয় নিয়েছি। আমার সাথে যা ঘটেছে তার বি’চার চাই।

প্রতিবেশী হালিমা বেগম বলেন, আমিরুল তার স্ত্রীকে প্রায়ই নি’র্যা’ত’ন করত। কারো নি’ষেধ সে মানত না। গত শনিবার বিকেলে আমিরুল তার স্ত্রীর মাথা ন্যা’ড়া করে দিয়ে মোবাইলে রেকর্ড করছে।

এ সময় তাকে দিয়ে জো’র’পূর্বক রে’কর্ড করে নিয়েছে যে, তার মাথা সে নিজেই ন্যা’ড়া করেছে। ঘরের দরজা লাগানো ছিল তাই ভেতরে যেতে পারিনি, ছিদ্র দিয়ে ম’র্মা’ন্তিক দৃশ্য দেখতে হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান জানান, এ বিষয়ে স্বামী আমিরুল ইসলামকে আ’সা’মি করে নি’র্যা’তিতা নারী রোজিনা মঙ্গলবার সকালে বালিয়াডাঙ্গী থানায় একটি মা’ম’লা দায়ের করেছেন। অ’ভি’যো’গের প্রেক্ষিতে পুলিশ অ’ভি’যুক্ত আমিরুল ইসলামকে দুপুরে গ্রে’প্তা’র করেছে। ঘটনার সত্যতা উদ্‌ঘটনে পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন