ছেলের জন্য যদি ১০০ টাকাও পাঠানোর প্রমাণ দিতে পারে মাফ চেয়ে নেব: শাবনূর

বি’বাহবিচ্ছে’দের নোটিশ পাঠানোর পর শাবনূরের বি’রুদ্ধে নানা অ’ভিযোগ তুলেছেন অনিক মাহমুদ। গতকাল অস্ট্রেলিয়া থেকে টেলিফোনে পাল্টা অ’ভিযোগ করেছেন শাবনূর। জানালেন করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দেশেও আসবেন। এর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি, তার চুম্বক অংশ তুলে ধ’রা হলো-
অনিক বলেছেন, তাঁর নতুন বি’য়ের প্রমাণ দিতে না পা’রলে আপনাকে মাফ চাইতে হবে এ প্রসঙ্গে শাবনূর বলেন, ‘নিশ্চ’য়ই! আর আমি যদি বিয়ের প্রমাণ দিতে পারি তাহলে কি সে মাফ চাইবে? সে নতুন বউকে নিয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়িয়েছে।
সেসব ছবি আছে আমা’র কাছে। সবচেয়ে বড় কথা, অনিকের নতু’ন পাসপোর্টের কপিও আমা’র কাছে। সেখানে স্ত্রী’ হিসেবে আমি নই, আছে আয়েশা আ’ক্তারের নাম। বিয়ে না করলে তার নাম ব্যবহার করল কেন? যেসব হোটেলে তারা ছিল, সেখানকার সব রকম তথ্য সংগ্রহ করে তারপর তার বিয়ে’র কথা ফাঁ’স করেছি। আমি শাবনূর, আর দশটা সাধারণ মানুষ নই। ফালতু অ’ভিযোগ তোলা আ’মাকে মানায় না।
ছেলে আই’জানের প্রতিও কি অনিকের কো’নো টান নেই? এমন প্রশ্নে’র জবাবে শাবনূর বলেন, সত্যি বলতে, আমি যখন গ’র্ভ’বতী ছিলা’ম তখনো অনিক খোঁ’জখ’বর নেয়নি। অস্ট্রেলিয়ায় একাই বাচ্চা জ’ন্ম দিয়েছি। খু’শির খবরটা জা’নিয়েও প্রতি’ক্রিয়া পাইনি। অ’নিক বিভিন্নজনকে বলেছে, সে নাকি অস্ট্রেলিয়ায় আসত।
আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, সারা জীবনে একবার অস্ট্রে’লিয়া আসার প্রমাণ যদি সে দিতে পারে তাহলে তার কাছে মাফ চেয়ে নেব। আজ পর্য’ন্ত ছেলের পড়াশোনার জন্য যদি এক শ টাকাও পাঠায় এবং তার প্রমাণ দিতে পারে, তাহ’লে ধরে নেব সে বাবা’র দায়িত্ব পালন করেছে। সূত্র : কালের কণ্ঠ
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন