কোয়ারেন্টাইন ধ’সে ‘চীনে নি’হ’তের সংখ্যা বেড়ে ১০’

Mar 8, 2020 / 08:05pm
কোয়ারেন্টাইন ধ’সে ‘চীনে নি’হ’তের সংখ্যা বেড়ে ১০’

চীনের ফুজিয়ান প্রদেশে কোয়ারেন্টাইনে রাখতে ব্যবহৃত হোটেলধ’সের ঘটনায় নি’হ’ত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

প্রদেশটির কোয়ানঝো শহরে শনিবার রাতে এ ঘটনা ঘটে।
সিএনএন জানিয়েছে, উ’দ্ধারকর্মীরা জী’বিত অবস্থায় আরও অন্তত ৪৯ জনকে উ’দ্ধা’র করেছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশ’ঙ্কা’জনক।

এখনও ধ’সেপড়া ভবনের ধ্বং’স’স্তূপের নিচে কমপক্ষে ২৩ জন আ’ট’কা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উ’দ্ধা’রে তৎপরতা অব্যাহত আছে।

ভবনটির ভেতরে জীবিতদের উদ্ধারে ফুজিয়ান ফায়ার সার্ভিস ১ হাজারের বেশি উ’দ্ধা’রকর্মী মো’তা’য়েন করেছে।

হোটেলটি ধসে পড়ার সময় ৫৮ জন কো’য়া’রেন্টাইনে ছিলেন। যাদের ক’রো’নাভাইরাস পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছিল। এছাড়া ১৬ জন হোটেল স্টাফ ও ছয়জন গাড়ি বিপণন কর্মী ছিলেন।

সিনহুয়া জানায়, শিনজিয়া নামের ৮০ অতিথি কক্ষবিশিষ্ট এই হোটেলটি চালু হয়েছিল ২০১৮ সালে। তবে হোটেলটি ধ’সে’পড়ার কারণ এখনও জানা যায়নি।