বিমান বন্দরে শনাক্ত হয়নি, আক্রান্তরা নিজেরাই যোগাযোগ করে জানান

বাংলাদেশে শনাক্ত হওয়া করোনা আক্রান্তদের কোনো উপসর্গ বিমান বন্দরের থার্মাল স্ক্যানারে ধ’রা পরেনি।
বরং তারা নিজেদের মাঝে করোনার উপসর্গ টের পেয়ে আইইডিসিআর’র হটলাইনে যোগাযোগ করে নিজেদের ব্যাপারে তথ্য দিয়ে জানান।
রোববার এক ব্রিফিংয়ে এমন তথ্য দেন আইইডিসিআর এর মহাপরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, তারা বাসায় এসে নিজেদের মাঝে রোগের উপসর্গ টের পেয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আম’রা তাদের র’ক্তের নমুনা নিয়ে পরীক্ষা করে নিশ্চিত হই যে তারা করোনা আক্রান্ত হয়েছেন।
আইইডিসিআর জানায়, শনাক্তদের মধ্যে একজন নারী ও দু’জন পুরুষ। তারা হা*সপা*তালে কোয়ারেন্টাইনে আছেন। শনাক্তদের মধ্যে দুজন ইতালি থেকে এসেছিলেন আর একজন পরিবার থেকে সংক্রমণের শিকার হয়েছেন বলে জানা যায়। তাদের বয়স ২০-৩৫ বছরের মধ্যে।
তবে এখনই এই ইস্যুতে এখনই শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধের প্রয়োজন নেই। তবে চলাফেরায় সতর্কতার পরাম’র্শ আইইডিসিআরের।