ছিনতাইকালে আ’টক পু’লিশের ছেলে

বগুড়ায় পুলিশ পরিচয়ে ছি’নতাইকালে ওবায়দুর রহমান (৩০) নামে এক যুবককে আ’টক করা হয়েছে। শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে বগুড়া শহরের স্টেশন রোড থেকে তাকে আ’টক করা হয়।
আ’টককৃত ওবায়দুর রহমানের বাবা নুরুল হক গাজিপুর জে’লার টঙ্গিতে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।
জানা গেছে, বগুড়া শহরের স্টেশন রোডে বিআরটিসি মার্কে’টের সামনে মাহমুদুল আলম নামে এক যুবককে পুলিশ পরিচয়ে আ’টক করে ওবায়দুর রহমান।
এরপর তার ব্যাগ তল্লা’শি করে মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় তার চি’ৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করে ওবায়দুরকে ধরে পুলিশে সোপর্দ করে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (ত’দন্ত) রেজাউল করিম বার্তা২৪.কমকে বলেন, ওবায়দুর রহমানের বি’রুদ্ধে মা’মলা দা’য়েরের প্রস্তুতি চলছে।