এইমাত্র পাওয়া: গোপনে জিকে শামীমের জামিন

যুবলীগের বহি’ষ্কৃত নেতা ও বিত’র্কিত ঠিকাদার জিকে শামীমকে অ’স্ত্র মাম’লায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। অ’ত্যন্ত গোপ’নীয়তায় ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন নেন তিনি।
তার জামিনের লিখিত আদেশ প্রকাশিত হয় ১২ ফেব্রুয়ারি। জিকে শামীমের জামিনের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুর রহমান খান জানান, তিনি জা’মিনের বিষয়ে কিছুই জানেন না।
রোববার খোঁজ নিয়ে দেখবেন বলেও জানান তিনি। যদিও জামিনের কাগজের একটি কপি সংগ্রহ করেছে সময় সংবাদ। গত ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের নিজ কার্যালয় থেকে বিপুল পরিমাণ মা’দক ও
অর্থসহ গ্রে’ফতার করা হয় তাকে। তার বিরু’দ্ধে অ’স্ত্র, অর্থপা’চার ও মা’দক মামলা রয়েছে।