সম্রাট-পাপিয়াদের ওপর ভর করে বেঁচে আছে বর্তমান সরকার: ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের মেয়র পদে প্র’তি’দ্বন্দ্বিতা করা বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, বর্তমান সরকার, চো’র, বা’ট’পার, সম্রাট, পাপিয়া, ব্যাংক ডা’কা’ত শেয়ারবাজার লু’ণ্ঠ’ন’কারীদের ওপর ভর করে বেঁচে আছে।
এদের হাত থেকে দেশের জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। তার জন্য যে আ’ন্দো’লন দরকার তার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে তারেক রহমানের ১৪তম কারাবরণ দিবস উপলক্ষে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
ইশরাক বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির আ’ন্দো’লন আমরা তেমনভাবে করতে পারিনি। তবে সামনে যে পারব না তা নয়। তার জন্য আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে। যখনই ডাক আসবে তখনই যেন আমরা রাজপথে নামতে পারি সেই মন মানসিকতা ঠিক করতে হবে।
কোনো গণতন্ত্রকামী আ’ন্দো’লন একদিনে ঘটে নাই উল্লেখ করে তিনি বলেন, আমাদের মুক্তিযু’দ্ধ কিন্তু একদিনে সংঘটিত হয়নি। তাই সামনে আমাদের চলার পথ অনেক কঠিন হবে।
এটা কোনো সাধারণ সৈ’রা’শাসক নয় যে খুব সহজেই পতন করা যাবে। কারণ বাংলাদেশের সার্বভৌমত্বকে দাবিয়ে রাখার জন্য দেশি-বিদেশি চ’ক্রা’ন্তও রয়েছে।
সংগঠনের প্রধান উপদেষ্টা মিজান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, কৃষক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন, সাইফুল ইসলাম সেকুল প্রমুখ।
সুত্রঃ কালের কন্ঠ