কনের বাড়িতে আসছে বরের লা’শ মুহূর্তেই বিয়ে বাড়ি স্তব্ধ!

আ`লোকসজ্জায় সজ্জিত ক`নের বাড়ি। আ`মন্ত্রিত অ’তিথিরা বরের অ’পেক্ষায়। খা`নিক বাদে আসবে বরকে বহনকারী গাড়িটি। কিন্তু বর নয়, আসছে বরের লা`শ! মু`হূর্তেই বিয়ে বাড়ি স্ত`ব্ধ হয়ে যায়। চারিদিকে শুরু হয় শো`কের মাতম। এটা বাস্তব জীবনের কোনো `ঘ`টনা নয়, ‘এটা আমাদের গল্প’ সিনেমা’র দৃ`শ্য। এ সি`নেমায় বরের চরিত্রে অ`ভিনয় করছেন কলকাতার শ্বাশত চ্যাটার্জি।
এদিকে পাড়ার চায়ের দোকানির চরিত্রে দেখা যাবে খ`রাজ মুখার্জি ও গৌ`তম সা`হাকে। তাদের সঙ্গে শ্বা`শত চ্যাটার্জির খুব ভালো স’ম্পর্ক। কী’ কারণে বিয়ের দিন বরের মৃ`ত্যু হলো তা জানতে দেখতে হবে সিনেমাটি।এ সিনেমা’র শুটিং করতে বাংলাদেশের টিভি পর্দার জনপ্রিয় তারকা তারিন, অ’ভিনেতা-কোরিওগ্রাফার গৌ`তম সাহা, হক বারিশ কলকাতায় অবস্থান করছেন।
এ প্র`সঙ্গে গৌ`তম সাহা বলেন, ‘কলকাতার ক`ণিনীকা, খ`রাজ মু`খার্জি, অ`পরাজিতাসহ অনেকের সঙ্গে কাজ করছি। বাংলাদেশ থেকে তারিন জাহান, বারিশ, মাহবুব কাজ করছেন। সকলের সঙ্গে কাজ করে বেশ ভালো লাগছে। তারিনের বিপরীতে এ সিনেমায় অ`ভিনয় করছেন দেবদূত ঘোষ। তিনি কলকাতার দুই প`র্দার পরিচিত মুখ।’‘
এটা আমাদের গল্প’ সিনেমা পরিচালনা করছেন মা`নসী সিনহা। প্রযোজনা করছেন শর্মিষ্ঠা ঘোষ এবং দী`পংকর ব্যা`নার্জি। ঢাকা ও ক`লকাতার দুই পরিবারের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। এ প্রসঙ্গে তারিন বলেন, গল্পটি কলকাতার হলেও আমা’র চরিত্র বাংলাদেশি এক মেয়ের। এতে আমা’র বিপরীতে অ’ভিনয় করবেন দেবদূত ঘোষ।
দুই বছর আগে এই অ’ভিনেতার সঙ্গে ভালোবাসা দিবসের একটি নাট’কে অ’ভিনয় করেছিলাম। পরিচালক নিজেও একজন সু-অ`ভিনেত্রী। সব মিলিয়ে দা`রুণ কিছু হতে যাচ্ছে। ভারতের ক্রিয়েটিভ ওয়ার্ল্ড ও সংস্করি হাউজের প্রযোজনায় এ সিনেমা’র কাজ শেষ করে শিগগির ঢাকায় ফিরবেন বাংলাদেশের অ’ভিনয়শিল্পীরা।