আমাকে জাল ভোট দিয়ে এমপি বানাবেন না

বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন দলীয় নেতাকর্মী ও ভোটারদের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, ‘ভোট কেটে বা জাল ভোট দিয়ে, আমাকে বিজয়ী করবেন না। আমি কাটা ভোটে, জাল ভোটে, এমপি হতে চাই না, আমি জনতার ভোটে এমপি হতে চাই।’
বুধবার বিকালে ও রাতে তিনি তার নির্বাচনী এলাকা মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ও দৈবজ্ঞহাটীতে পৃথক দুটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন বলেন, দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন আপনাদেরই কামলা হিসেবে।
আগামী ২১ মার্চ ১টা দিন আপনারা আমাকে দিন, আমি আমার সারা জীবন আপনাদের জন্য দেব, আপনাদের কামলা হয়ে আপনাদেরই পাশে থাকব।
এ সব পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চু,
উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু রবিন দত্ত, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. হরুন-অর রশীদ, যুবলীগ নেতা অ্যাডভোকেট মো. তাজিনুর রহমান পলাশ।
স্থানীয় নেতাদের মধ্যে তেলিগাতী ইউপি চেয়ারম্যান মোর্শেদা খানম, সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম ঝন্টু, খান মতিউর রহমান, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মল্লিক শামসুর রহমান, বাবুল হাওলাদার, কিসলুর রহমান, শাওন দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন