করোনার তাণ্ডবে ইতালিতে একদিনেই ২৮ জনের মৃত্যু

ইতালিতে ক্রমেই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। একদিনেই ২৮ জনে বেড়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জনে।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে ইতালি। ১৫ মার্চের পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে সিদ্ধান্ত জানাবে দেশটির সরকার।
এদিকে সঙ্কট মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী গুসেপ্পে কন্তে।
এছাড়া খেলাধুলার সব আয়োজনও বাতিল করেছে ইতালি। করোনার কারণে ইতালি ছাড়াও আরও অন্তত ১২টি দেশ তাদের প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ করে দিয়েছে।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো জানায়, কোভিড-নাইনটিন রোগটির কারণে প্রায় ৩০ কোটি শিশুর শিক্ষা জীবনে বিরূপ প্রভাব পড়বে।
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ৩৩শ’ মানুষ, আক্রান্ত হয়েছেন ৯৫ হাজারের বেশি মানুষ।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন