সহিং’সতার পর থেকে দিল্লীর ড্রেনে ড্রেনে লা’শের মিছিল

Mar 3, 2020 / 04:36pm
সহিং’সতার পর থেকে দিল্লীর ড্রেনে ড্রেনে লা’শের মিছিল

সংশোধনী নাগরিকত্ব আইন (সিএএ) কেন্দ্র করে রাজধানী দিল্লির সহিং’সতার ঘটনায় একটি ড্রেন থেকে গত পাঁচ দিনে অন্তত ১১ টি ম’র’দেহ পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে, এসব ম’র’দেহ’গুলো চলমান সাম্প্রদায়িক দা’ঙ্গায় নি’হ’তদের। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওয়ান ইন্ডিয়া বলেছে, গত পাঁচ দিনে উত্তর-পূর্ব দিল্লির একটি ড্রেনে ১১টি ম’র’দেহ পাওয়া গেছে। সর্বশেষ গত রবি ও সোমবার পাঁচটি ম’র’দেহ উ’দ্ধা’র করা হয়।

ড্রেনে পাওয়া ম’র’দেহ’গুলোর বেশিরভাগই পচে গেছে। ফলে তাদের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। ডিএনএ পরীক্ষা এসব ম’র’দে’হের পরিচয় শনাক্ত করা হবে।

নি’হতরা চলমান সাম্প্রদায়িক সহিং’সতায় নি’হত কি না তা জানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পু’লিশ। দিল্লির ঘটনায় দেশটির সরকার ও পু’লিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। পু’লিশের সামনেই শিক্ষাপ্রতিষ্ঠান-ম’সজিদসহ মু’সলিম’দের অসংখ্য বাড়িঘর ও দোকানপাট বেছে আ’গুন ধরিয়ে দেয়া হয়।

পু’লিশের এমন ভুমিকায় সমালোচনা করেন দেশটির সুশীল সমাজও।