বিজিবি-গ্রামবাসী সং’ঘর্ষ, বিজিবি সদস্যসহ নি’হত ৫

Mar 3, 2020 / 03:42pm
বিজিবি-গ্রামবাসী সং’ঘর্ষ, বিজিবি সদস্যসহ নি’হত ৫

খাগড়াছড়ির মাটিরা’ঙ্গায় গাছ কা’টাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে ব’র্ডার গা’র্ড বাংলাদেশ-বি’জিবির সং’ঘর্ষে এক বিজিবি সদস্যসহ চারজন নি’হতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে মাটিরা’ঙ্গায় উপজেলার গাজিনগর এলাকায় এ সং’ঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, সং’ঘর্ষে বিজিবি সিপাহী মোহাম্মদ শাওন, গ্রামবাসী মজিদ, সাহাব মিয়া এবং আহ’ম্মদ নি’হত হন। এ তিনজন একই পরিবারের সদস্য। এছাড়া, ছেলে এবং স্বামীর মৃ’ত্যুর খবর পেয়ে হৃ’দরোগে আ’ক্রান্ত হয়ে এক নারীর মৃ’ত্যুরও খবর পাওয়া গেছে।

মাটিরা’ঙ্গা থানার ভারপ্রা’প্ত কর্মক’র্তা (ওসি) মো. সামসুদ্দিন ভূঁইয়া জানান, বিজিবির গাজীপুর চেকপো’স্ট দিয়ে জ্বা’লানি বোঝাই একটি ট্র’লি নিয়ে যাওয়ার সময়, থামার সং’কেত দেয় বিজিবি সদস্যরা। এ সময় বিজিবি সদস্যদের সঙ্গে ট্র’লির লোকজনের কথা কা’টাকা’টি হয়।

এরই একপর্যায়ে গ্রামবাসী বিজিবি সদস্যদের ও’পর চ’ড়াও হয়। আ’ত্মর’ক্ষার্থে বিজিবি গু’লি ছো’ড়ে। এই সং’ঘর্ষে বি’জিবির সি’পাহী শাওন ও গ্রামবাসী আহমদ আলী নি’হত হন। গু’রুতর আ’হত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাস’পাতালে পাঠানো হয়েছে। তাদেরও মৃ’ত্যু হয়েছে বলে জানা গেছে।

নি’হতদের ম’রদেহ মাটিরা’ঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লে’ক্সে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।