তামিম- মুশফিকের ঝড়ো ফিফটিতে বিশাল সংগ্রহের পথে বাংলাদেশ

অবশেষে অনেক সমালোচনার জবাব দিয়ে ঝড়ো হাফসেঞ্চুরি করেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার স্লো ব্যাটিং নিয়ে সমালোচনা হচ্ছিল বিশ্বকাপ থেকেই। তবে সেই সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাত্র ৪২ বলে ১০ চারের সাহায্যে ঝড়ো অর্ধশতক হাঁকান তামিম ইকবাল।
আজ ইনিংসের শুরু থেকেই তামিম ছিলেন আক্রমণাত্নক। জিম্বাবুয়ের বোলারদের অনিয়ন্ত্রিত বোলিংকে কাজে লাগিয়ে দুর্দান্ত সব শট খেলে যান তিনি। ফলে সাত ওয়ানডে পর অর্ধশতকের দেখা পেলেন এই বাহাতি ওপেনার।
এদিকে মুশফিক তামিমের ঝড়ো ব্যাটিংয়ে আজও বড় সংগ্রহের দিকে আগাচ্ছে বাংলাদেশ৷ ৬ চারে মুশফিক ৫৫ রানে ফিরে গেলে মাঠে আসে মাহমুদুল্লাহ
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৬ রান। ১৩ চারে তামিম ৮৪ ও মাহমুদুল্লাহ ১ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আল আমীন।