করোনাভাইরাস ঠেকাতে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

কোনোভাবেই করোনাভাইরাস যেন দেশে আসতে না পারে, সে ব্যাপারে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, অন্য দেশ থেকে এখন যারাই আসবে, সবারই স্বাস্থ্য পরীক্ষা করা হবে। চীনের উহান থেকে কেউ এলে তাকে ১৪ দিন আলাদাভাবে রেখে পর্যবেক্ষণ করা হবে।
করোনাভাইরাস নিয়ে আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, দেশে করোনাভাইরাসের প্রবেশ রোধ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
সচিব বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে গত শনিবার ৩১২ জন বাংলাদেশি চীনের উহান থেকে দেশে ফিরে আসেন।
ওই বিশেষ বিমানের পাইলটদের এখন অন্য কোনো দেশে বিমান নিয়ে যেতে দিচ্ছে না। এখন চীন থেকে আরো ১৭১ জন আসতে চায়। তাদেরকে ভাড়া করা বিমানে আনার বিষয়ে আলোচনা হচ্ছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন