তরুণদের রাজনীতিতে এনেছেন শহীদ জিয়া: মির্জা আব্বাস

শহীদ জিয়া তরুণদের রাজনীতিতে এনেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আমরা যারা এখন জাতীয় রাজনীতিতে আছি তাদের অনেককেই শহীদ জিয়া সেই সময় কমিশনার নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে এনেছেন।
অথচ এখন তেমনটা না দেখে কষ্ট পাই, তবে হ’তা’শ নই, কারণ ইশরাকের মতো তরুণরাও আসছে। কাজেই তরুণ সমাজকে রাজনীতিতে আসার চিন্তা মাথায় রেখে পড়াশোনা করে যেতে হবে।’
শনিবার সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আরামবাগ, ফকিরাপুলসহ ঢাকা-৮ আসনের নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে প্রচারণার সময় তিনি এ সব কথা বলেন।
পরিচ্ছন্ন নগরী ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুব ও তরুণ সমাজের হাতেই রাষ্ট্র পরিচালনার ভার আসবে ভবিষ্যতে, কিন্তু আ’হ’ত হই তেমন কোনো ভবিষ্যৎ নেতৃত্ব আমরা রাজনীতিতে দেখছি না।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন