আধুনিক পরিকল্পিত নগরী গড়তে নৌকায় ভোট দিন: আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ‘আধুনিক পরিকল্পিত নগরী গড়তে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আপনারা ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবেন।
কারণ, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই। নৌকা দেবে শান্তি, নৌকা দেবে সচল ঢাকা।’ তিনি আরো বলেন, ‘বাস-ট্রাকের ব্যাক গিয়ার আছে, কিন্তু নৌকার কোনো ব্যাক গিয়ার নেই।’
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গুলশান কাঁচাবাজার এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন আতিকুল ইসলাম।
এ সময় ডিএনসিসির এই মেয়র প্রার্থী আরো বলেন, ‘নৌকার গিয়ার একটাই, সেটা ফ্রন্ট গিয়ার। ফ্রন্ট গিয়ার মানেই শুধু উন্নয়নের গিয়ার।
তাই আধুনিক, সুন্দর, সচল ও গতিময় ঢাকা গড়তে আপনারা আগামী ১ ফেব্রুয়ারির নির্বাচনে নৌকায় ভোট দেবেন। কারণ, উন্নয়নের জন্য নৌকার কোনো বিকল্প নেই।’
আগামীকাল রোববার নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলেও গণসংযোগকালে জানানো হয়।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন