বাংলাদেশের সমুদ্র সীমায় মাছ ধরতে এসে ২৬ ভারতীয় আ’ট’ক

বাংলাদেশ জলসীমায় অ’বৈধ অ’নুপ্রবেশ ও আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে মাছ শি’কা’রের অ’ভি’যোগে দুটি ফিশিং ট্রলারসহ ২৬ ভারতীয় জেলেকে আ’ট’ক করেছে নৌবাহিনীর সদস্যরা।
শনিবার বিকালে বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলে ফয়োরওয়ে বয়া এলাকা থেকে এফবি শঙ্খ প্রদীপ ও এফবি মা মঙ্গল নামে দুটি ট্রলারসহ তাদের আ’ট’ক করা হয়। শনিবার সন্ধ্যায় আ’ট’ককৃত ভারতীয় জেলেদের মংলা থানায় হস্তান্তর করে নৌবাহিনী।
মংলা থানার এসআই মো. আহাদ জানান, শনিবার বিকালে বাংলাদেশ জলসীমায় অ’বৈধ অ’নুপ্রবেশ ও আন্তর্জাতিক সীমানা আইন ল’ঙ্ঘ’ন করে সুন্দরবন উপকূলে ফয়োরওয়ে বয়া এলাকায় নৌবাহিনীর একটি জাহাজ টহল দেয়ার সময় তাদের মাছ ধরতে দেখে আ’ট’ক করে।
সন্ধ্যায় নৌবাহিনীর বিএনএস মংলা নৌঘাঁটির চিফ পেটি অফিসার মো. ইমান আলী বাদী হয়ে ভারতীয় জেলেদের বি’রু’দ্ধে অ’বৈধ অনুপ্রবেশ ও আন্তর্জাতিক সমুদ্র আইনে এ মা’ম’লা দায়ের করা হয়েছে।
আ’ট’ককৃত ভারতীয় ২৬ জেলেকে রোববার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হবে। তবে এই পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিকভাবে আ’ট’ক এ ভারতীয় জেলেদের নাম ও পরিচয় জানাতে পারেনি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন