ইরানে টানা চতুর্থদিনের মতো চলছে সরকারবি’রোধী বি’ক্ষোভ

ইউক্রেনীয় যাত্রীবাহী বিমান বি’ধ্ব’স্তের ঘটনায় টানা চতুর্থ দিনের মতো সরকার বি’রো’ধী বি’ক্ষো’ভ চলছে ইরানে। মঙ্গলবার এমন বি’ক্ষো’ভের ভিডিও ছড়িয়ে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওতে দেখা গেছে, দেশটির রাজধানীতে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিচার কোথায় বলে স্লোগান দিচ্ছেন। শনিবার ইরানি সামরিক বাহিনী ভুলবশত ইউক্রেনীয় যাত্রীবাহী বিমান ভূপাতিত করেছে শি’কা’র করার পরই দেশটিতে সরকার বি’রো’ধী বি’ক্ষো’ভ চলমান রয়েছে।
যদিও রয়টার্সের পক্ষ থেকে ভিডিওটি তাৎক্ষণিক ভেরিফাই করা হয়নি বলে জানানো হয়েছে।
এর আগে গত সপ্তাহে তেহরানে ইউক্রেনীয় যাত্রীবাহী বিমান বি’ধ্ব’স্ত হয়। এতে বিমানটিতে থাকা ১৭৬ যাত্রীর সবাই নি’হ’ত হন। ওই সময় ইরানের পক্ষ থেকে বলা প্রযুক্তি সমস্যার কারণে বিমানটি বি’ধ্ব’স্ত হয়েছে।
পরবর্তীতে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় বিমানটিতে ক্ষে’প’ণা’স্ত্র হা’ম’লা চালানো হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম এমন ভিডিও প্রকাশ করে। পরবর্তীতে ইরানের পক্ষ থেকে ক্ষে’প’ণা’স্ত্র হামলাটি ভুলবশত করা হয়েছে বলে শি’কা’র করা হয়।
এরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পদত্যাগের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলে আসছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন