ইতালিয়ান ফুটবলার মিকোলি জে’লে যাচ্ছেন

Jan 12, 2020 / 02:07pm
ইতালিয়ান ফুটবলার মিকোলি জে’লে যাচ্ছেন

মা’ফি’য়াদের সঙ্গে সম্পর্ক রাখার দায়ে ইতালিয়ান সিরি আ’র অন্যতম সেরা স্ট্রাইকার ফাব্রিজিও মিকোলির সাড়ে তিন বছরের জে’ল হয়েছে। ফুটবল ক্যারিয়ার শেষ হওয়ার পর মাফিয়া চ’ক্রে’র সঙ্গে জ’ড়িয়ে পড়েন মিকোলি।

য়্যুভেন্তাসের হয়ে জিয়ানলুইজি বুফন, দেল পিয়েরোদের সঙ্গে খেলেছেন। সে সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার মনে করা হতো মিকোলিকে। মা’ফি’য়া চ’ক্রে’র সঙ্গে জ’ড়ি’ত থাকার অ’ভি’যো’গ প্রমাণিত হওয়ায় ইতালির আদালত দুই বছর ধরে চলতে থাকা মা’ম’লার চূড়ান্ত রায় ঘোষণা করেন।

সাড়ে তিন বছরের সা’জা কমানোর জন্য আপিল করতে পারবেন সাবেক এ ফুটবলার। য়্যুভেন্তাসে খেলার সময় আলোচনায় আসলেও পরে বেনফিকা, ফিওরেন্তিনা ও পালের্মোর হয়ে পারফর্ম করেন ফাব্রিজিও মিকোলি।