মোদির গুজরাটে ভেঙে ফেলা হলো গান্ধীর মূর্তি

আবারো সংবাদের শিরোনামে উঠে এসেছেন মহাত্মা গান্ধী। এতদিন মহাত্মা গান্ধীর বিরুদ্ধে অপমানজনক মন্তব্যই শোনা যেত বিজেপির কণ্ঠে। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো যদিও আরো এক কাঠি ওপরে।
কিন্তু এবার সেসব সীমা ছাড়িয়ে গিয়ে ভেঙে ফেলা হলো গান্ধীর মূর্তি। সেটাও আবার বিজেপি শাসিত গুজরাটে। শুক্রবার রাতে গুজরাটের আম্রেলি জেলার হরিকৃষ্ণ লেকে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, সেখানে মহাত্মা গান্ধীর একটি মূর্তি ছিল। শুক্রবার রাতে কয়েকজন দুষ্কৃতি গিয়ে ভেঙে দেয় গান্ধীর সেই মূর্তি।
২০১৮ সালে ওই মূর্তি স্থাপন করা হয়েছিল। এই মূর্তির উদ্বোধন নিজের হাতে করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
লাঠি থানার পুলিশ কর্মকর্তা ওয়াইপি গোহিল জানিয়েছেন, গতকাল রাতে ঘটনাটি ঘটেছে। তদন্ত শুরু হয়েছে এরই মধ্যে।
ঘটনাটি যারা ঘটিয়েছেন, তাদের খোঁজে অভিযান চলছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা হবে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন