সুদানে সামরিক বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ১৮

আফ্রিকা মহাদেশের উত্তরাঞ্চলের দেশ সুদানে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৪ শিশু রয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পশ্চিম দারফুর রাজ্যে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, দারফুরের রাজধানী এল জেনেইনার বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়নের মাত্র ৫ মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়।
সাম্প্রতিক সময়গুলোতে সুদানে বেশ কিছু জাতিগত সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলছে। জাতিগত সম্প্রদায়ের সংঘর্ষ কবলিত এলাকাগুলোতে জরুরি সহায়তা দিতে যাচ্ছিল অ্যান্তোনভ-১২ বিমানটি।
এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সুদানের সেনা মুখপাত্র আমির মোহাম্মদ আল হাসান বলেন, দুর্ঘটনায় ৭ ক্রু, ৩ বিচারক ও ৮ বেমাসরিক লোক নিহত হয়েছে।
তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন এ সেনা মুখপাত্র।
দেশটির রেক ক্রিসেন্ট জানিয়েছে, চলতি সপ্তাহে সুদানের পশ্চিম দারফুরে জাতিগত সম্প্রদায়ের সহিংসতায় অন্তত ৪৮ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে প্রায় আড়ইশো লোক।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন