ভোলায় চরে ১৯টি গাড়ি নিয়ে আটকা পড়েছে ফেরি

ভোলায় ঘন কুয়াশা আর নাব্য সংকটের কারণে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় ভোলা-লক্ষ্মীপুর রুটের রহমতখালী চ্যানেলের চরে ১৯টি বাস ট্রাকসহ যানবাহন নিয়ে আটকা পড়েছে ফেরি কনকচাপা।
ফেরির দায়িত্বে থাকা বিআইডব্লিউটিএর ম্যানেজার এমরান হোসেন জানান, বিকাল পর্যন্ত ফেরিটি উদ্ধার করা যায়নি।
এদিকে ফেরিতে টানা ১৫ ঘণ্টা আটকে থাকা যানবাহনের যাত্রী ও চালকরা চরম দুর্ভোগের কথা জানান। বাস যাত্রীদের লঞ্চ ও ট্রলার যোগে উদ্ধার করা হলেও মালামাল থাকায় অনেকে ফেরি থেকে নেমে যেতে পারেননি।
ফেরির ম্যানেজার জানান, অতি জোয়ারে নামানো চেষ্টা করা হবে।
অপরদিকে বৃহস্পতিবার দিনভর কোনো সূর্যের মুখ দেখা যায়নি। তীব্র শীতে জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। অতি-প্রয়োজন ছাড়া ঘর থেকে খুব একটা বের হননি মানুষজন।
ক্রমেই শীত যেন জেঁকে বসে। তাপমাত্রা কমতে থাকায় গ্রামাঞ্চলে ঠাণ্ডাজনিত রোগ বেড়ে চলেছে। হাসপাতালের ঠাণ্ডাজনিত রোগী ভর্তি হচ্ছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন