ইসি মাহবুব আলোচনায় থাকতে এসব বলেন : তথ্যমন্ত্রী

আলোচনায় থাকতে নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার নির্বাচন ও নির্বাচন কমিশন নিয়ে নানা কথা বলেন বলে মনে করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বুধবার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য শুনেছি। তিনি এর আগেও এ ধরনের কথা বলেছেন। মূলত আলোচনায় থাকার জন্য তিনি এ ধরনের কথা বলেন।
এরআগে বুধবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ইসি মাহবুব বলেন, নির্বাচন কমিশন আইনত স্বাধীন। কিন্তু বাস্তব ক্ষেত্রে সেই স্বাধীনতা নির্বাচন প্রক্রিয়ার কাছে বন্দি।
এ জন্য নির্বাচন প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন– এমন অভিমত দিয়ে তিনি বলেন, নির্বাচন যদি গণতন্ত্রের পূর্বশর্ত হয়, তাহলে গণতন্ত্রের পদযাত্রা অবারিত করতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন করার শক্তি সম্পর্কে জনসাধারণের ধারণা আছে। তারা সবসময় আন্দোলনের কথা বলে। এটি তাদের পুরনো অভ্যাস, গৎবাঁধা।