রান্নাঘর থেকে জনপ্রিয় অভিনেত্রী মৃ’তদেহ উ’দ্ধার

Dec 26, 2019 / 12:35pm
রান্নাঘর থেকে জনপ্রিয় অভিনেত্রী মৃ’তদেহ উ’দ্ধার

রান্নাঘরে মৃ’ত অবস্থায় উ’দ্ধা’র হলেন জনপ্রিয় অভিনেত্রী ও টেলিভিশন তারকা শেফ জাগী জন। ভারতের কেরালার তিরুঅনন্তপুরমের কুরাভানকোনামে তার নিজের বাড়িতেই তাকে মৃ’ত অবস্থায় পাওয়া গিয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়। জাগী জন কেরলে জনপ্রিয় টেলিভিশন তারকা। এ ছাড়াও তার রান্নার শোর ‘জাগী’স কুকবুক’ও ভীষণ জনপ্রিয়। মডেলিংও করতেন তিনি।

পুলিশ জানিয়েছে, তার বয়স হয়েছিল ৪৮ বছর। সোমবার সন্ধ্যায় ফোনে না পেয়ে তার বাড়িতে যান এক বন্ধু।

তিনিই প্রথম জাগীকে রান্নাঘরে মৃ’ত অবস্থায় দেখেন। পুলিশকে বিষয়টি জানানোর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃ’তদেহ উ’দ্ধা’র করে।

কী ভাবে তার মৃ’ত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। মৃ’তদেহ ময়’নাত’দন্তের জন্য পাঠানো হয়েছে।

তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, তার দেহে বাইরে থেকে আ’ঘা’তের কোনও চিহ্ন ছিল না।