দুর্বৃত্তরা পু’ড়িয়ে দিয়েছে চারটি মসজিদ, প্রতিবাদে বিক্ষোভ

Dec 26, 2019 / 11:16am
দুর্বৃত্তরা পু’ড়িয়ে দিয়েছে চারটি মসজিদ, প্রতিবাদে বিক্ষোভ

ভারতীয় উপমহাদেশে ধর্ম নিয়ে হা’নাহানি অনেকদিন ধরেই চলছে। পৃথিবীর এই অঞ্চলে প্রায়ই কিছু উগ্রবাদী মানুষ ধর্মের রেশ ধরে ভে’ঙ্গে দেয় অন্য ধর্মের উপাসনালয়। এবার এই হানাহানি ছড়িয়ে পড়ল আফ্রিকার ইথিওপিয়াতেও।

সেখানে চারটি মসজিদ পু’ড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও সেখানে বসবাসকারী মুসলিমদের ওপর হা’মলা করা হয়েছে। এই হা’মলার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ইথিওপিয়ার মুসলিমরা।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে সাড়ে তিনশ কিলোমিটার উত্তরাঞ্চলের মোট্টা শহরে হা’মলা চালিয়ে চারটি মসজিদ পু’ড়িয়ে দেয়া হয়েছে।

এ সময় ওই এলাকায় মুসলিমদের ব্যবসা-প্রতিষ্ঠানও আ’ক্রান্ত হয়। মুসলিমরা হা’মলার সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ ওই হা’মলাকে ইথিওপিয়ার ধর্মীয় সহিষ্ণুতা ও সহাবস্থানের সমৃদ্ধ ইতিহাস ধ্বংস করে দেয়ার জন্য উগ্রপন্থীদের প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। সম্প্রতি দেশটির কিছু কিছু অঞ্চলে জাতিগত সহিংসতা দেখা যায়; যা ধর্মীয় রূপ নেয়।