‘যা পেরেছি এ্যন্ড্রুকে সহযোগিতা করেছি, কনসার্টটিতে যোগ দেওয়া সম্ভব না’

আটবার চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ্যন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য অর্থের যোগান দিতে সিঙ্গাপুর প্রবাসীরা আগামী ৯ ফেব্রুয়ারি সেখানে একটি কনসার্টের আয়োজন করতে যাচ্ছেন। এই কনসার্টের রুনা লায়না ও সাবিনা ইয়াসমিনের একসঙ্গে গান গাওয়ার কথা ছিল।
শুরুতে এই কনসার্টে গান গাইতে সম্মতি দিলেও এখন গান গাইতে অপারগতা প্রকাশ করেছেন রুনা লায়লা।
আয়োজকরা জানিয়েছেন, কনসার্টে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের অনুমতি নিয়েই তাদের গান গাওয়ার ঘোষণা দিয়ে বেশ কিছু টিকিটও বিক্রি করা হয়েছে। তবে এখন রুনা লায়লা এই কনসার্টে গান গাইতে পারবেন না বলে জানিয়েছেন।
এ বিষয়ে রুনা লায়লা বলেন, ‘সিঙ্গাপুরের একটা কনসার্টের ব্যপারে ওখানকার আয়োজকদের আমার সঙ্গে কথা হয়েছিলো।
তবে ফোনে নয়, আয়োজকেদের সঙ্গে আমার কথা হয় মেসেজের মাধ্যমে। জানিয়েছি আমি কনসার্টটিতে যোগ দিতে পারবো না।
এ্যন্ড্রু কিশোরের সহযোগিতার জন্য আমি যা পেরেছি সহযোগিতা করেছি। ওটা আমি আমার তরফ থেকে আলাদাভাবে দিয়েছি। কিন্তু ব্যক্তিগত কিছু কারণে কনসার্টটিতে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না।’
রুনা না গাইলেও নির্দিষ্ট দিনেই এই কনসার্ট অনুষ্ঠিত হবে। এখানে গান গাইবেন সাবিনা ইয়াসমিন ও আরও কয়েকজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। এমনটাই জানান আয়োজকরা।
সূত্র : ব্রেকিংনিউজ