তারা বিদেশিদের উপর সবসময় বেশি বিশ্বাস করে

গতকাল বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) কুমিল্লা ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারায় মাশরাফি বিন মুর্তজার দল ঢাকা প্লাটুন।
কুমিল্লার বিপক্ষে ঢাকার এই জয় দেখে যে কেউ এর কৃতিত্ব দিয়ে দিবে ২৫ বছর বয়সী স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসানকে।
৪ ওভারে ৯ রানে ২ উইকেট , আর ব্যাটে ২৯ বলে ৫৯ রানের যে বিস্ফোরণ দেখা গেছে সোমবার, সেটি নিশ্চিতভাবেই আলোচনার খোরাক হবে।
শুধু কি তাই, ৫৯ রানে মেরেছেন ৭ ছক্কা, ২ চার। অলরাউন্ডার হলেও বিপিএলে নয়-দশ নম্বরে ব্যাটিং করেন এই তরুণ তারকা।
তাইতো ম্যাচ শেষে নিজ মুখে বলেও দিলেন, ‘আসলে দেশি খেলোয়াড়েরা এ টুর্নামেন্টে তেমন সুযোগ পায় না। সব ফ্র্যাঞ্চাইজিই বিদেশিদের উপর নির্ভরশীল থাকে যে, ওরা সবকিছুই করতে পারবে।
দেশিদের যদি ওইভাবে সুযোগ না দেন, আমরা শিখব কীভাবে।
আমাদের শেখার একটা অপশন থাকতে হবে এমন বড় আসরে। এই অপশনটা থাকে না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। তারা সবসময় বিদেশিদের উপর বিশ্বাস করে বেশি।’