ক্যাপ্টেন তাজুল ইসলাম শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন

Dec 24, 2019 / 02:02am
ক্যাপ্টেন তাজুল ইসলাম শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ গ্রামে ৫০০ শীতার্ত দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দিয়েছেন সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম।

সোমবার বিকালে ছলিমাবাদ ইউনিয়ন পরিষদ ভবনে উপজেলা প্রশাসনের উদ্যোগ এ সব কম্বল বিতরণ করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এই কম্বলগুলো বিতরণ করা হয়।

ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কবির হোসেন,

উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভুইয়া বকুল, বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র খলিলুর রহমান টিপু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি,

ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান বকুল, ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামাল উদ্দিন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া,

উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আজিজ, উপজেলা যুবলীগের সদস্য কামরুল শিকদার, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম।

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।