ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে খেলবেন না রোহিত শর্মা

Dec 24, 2019 / 01:56am
ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে খেলবেন না রোহিত শর্মা

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা হবে ২৬ ডিসেম্বর। তবে রোহিত বিশ্রাম নিচ্ছেন বলেই সূত্রের খবর।

শ্রীলংকার বিরুদ্ধে গুয়াহাটিতে ৫ জানুয়ারি সিরিজের প্রথম টি২০ খেলবে ভারত। ৭ জানুয়ারি ইন্দোরে দ্বিতীয় টি২০। ১০ জানুয়ারি পুনেতে হবে তৃতীয় ও শেষ টি২০ ম্যাচ।

জানুয়ারির শেষের দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিন ম্যাচের সিরিজে ফিরতে পারেন রোহিত। রোহিত অনেকদিন ধরেই বিশ্রাম চেয়ে আসছিলেন বলে বোর্ড-সূত্রে জানা গিয়েছে।

তাঁর জায়গায় দেখা যাবে হাঁটুর চোট সারিয়ে ফেরা শিখর ধাওয়ানকে। তবে যশপ্রীত বুমরার পিঠের ব্যাথা নিয়ে এখনও চিন্তিত নির্বাচকরা।