কড়ায়-গণ্ডায় হিসাব দিতে প্রস্তুত আছি, এক মুহূর্তের জন্যও গাফিলতি করিনি: মেয়র খোকন

মেয়রের দায়িত্ব নেওয়ার পর থেকে এক মুহূর্তের জন্যও কাজে গাফিলতি করেননি বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের। তিনি নগরবাসীর উদ্দেশে বলেন, ‘যদি আপনারা দায়িত্ব পালনের হিসাব নেন, তবে আমি কড়ায়-গণ্ডায় হিসাব দিতে প্রস্তুত আছি।’
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও পুনর্মিলনী’ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন দক্ষিণের নগরপিতা।
গত ৫ বছর ধরে ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব পালন করছেন মেয়র সাঈদ খোকন। তার কাছে প্রশ্ন রাখা হয়, কেন আগামীতে নগরবাসী আপনাকে মেয়র নির্বাচিত করবে? জবাবে মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমি নিজেকে সফল মনে করি। কারণ, আমি ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে সক্ষম হয়েছি। ৫২ বাজার ৫৩ গলি খ্যাত ঢাকা শহরের এমন কোনো অলিগলি নেই, যেখানে আমি একটা ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া লাগাতে পারিনি।’
ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ তাকে আবার মনোনয়ন দেবে কি না, এর জবাবে সাঈদ খোকন বলেন, ‘ইনশাআল্লাহ, আমি আশাবাদী। দল থেকে উভয় মেয়র মনোনয়ন পাব।’
ঢাকার দুই সিটির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর (মঙ্গলবার)। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি (বৃহস্পতিবার) এবং প্রত্যাহারের শেষদিন ৯ জানুয়ারি (বৃহস্পতিবার)।
এই সিটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নিতে যাওয়া ভোটকে স্বাগত জানান সাঈদ খোকন।
নির্বাচন কমিশন জানিয়েছে, মেয়র পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে হবে। এ বিষয়ে সাঈদ খোকন বলেন, ‘পদত্যাগ করে নির্বাচন করার কথা যেটা বলা হয়েছে, সেটা আইনে যেভাবে বলা হয়েছে, আইনকে অনুসরণ করে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামসহ কয়েকশ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।