মেহেদী ঝ’ড়ে ঢাকার কাছে পাত্তাই পেলোনা কুমিল্লা

চট্টগ্রামে হাই-ভোল্টেজ ম্যাচ দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় ঢাকা প্লাটুন ও কুমিল্লা ওয়ারিওরস। প্রথমে টসে টিজে আগে ফিল্ডিং করার সিন্ধান্ত নেন ঢাকার ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা।
টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই সৌম্য সরকারকে হারিয়ে হো’চট খায় কুমিল্লা। এরপর সাব্বির ও মালানের দ্রুত বিদায় নিলে চরম ব্যাটিং বিপ’র্যয়ে পড়ে কুমিল্লা।
ব্যাটিং বিপ’র্যয়ের সেই চাপ কাটিয়ে স্বস্তি ফিরিয়ে আনেন লিংকান ব্যাটসম্যান ভানুকা রাজপাসকা ও ইয়াসির আলী রাব্বী।
এই দুই ব্যাটসম্যানের লম্বা জুটিতে ঘুরে দাঁড়ায় কুমিল্লা। ভানুকার ৬৫ বলে ৯৬ ও রাব্বীর ২৭ বলে ৩০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৬০ করে কুমিল্লা।
১৬০ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শূন্য করে বিদায় নেন বিজয়। শুরুতেই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে ঢাকা। কিন্তু খেলার চেহারা পাল্টিয়ে দেন মেহেদী হাসান। তাঁর ব্যাটিং তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েন কুমিল্লার বোলাররা।
২৯ বল খেলে সাত ছক্কা ও দুই চার হাঁকিয়ে ৫৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন মেহেদী।
কিন্তু খেলার ৯ ওভারের মাথায় আল আমিনের বলে ক্যাচ আউট হন মেহেদী।
এর পরেই ঢাকার শিবিরে ধ্বস নামে। আফগান অফ স্পিনার মুজিবুর রহমান তাঁর তৃতীয় ওভারে পর পর দুই উইকেট নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেন ।
কিন্তু ঢাকার ব্যাটসম্যানরা উইকেটের সেই চাপ কাটিয়ে এগিয়ে যান জয়ের দিকে। অবশেষে খেলা শেষ ওভারে গড়ালেও আফ্রিদির ব্যাটিংয়ে ৫ উইকেটের দুর্দান্ত জয় পায় মাশরাফিরা।