সাধারণ মানুষ পাশে থাকলে আমাদের হা’মলা করে থামানো যাবে না: নুর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাসকে ইসকন সদস্য ও ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা ‘র’ এর এজেন্ট বলে দাবি করেছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক পেইজে এ দাবি করেন নুর।
পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো- ‘বুয়েট ছাত্র আবরার, ঢাবির আবু বক্কর, ঢামেকের রাজিব, চবির দিয়াজ, পুরান ঢাকার বিশ্বজিৎদের হ’ত্যা’কারী, শিক্ষাপ্রতিষ্ঠানের ত্রাস, ভিন্নমতের ওপর প্রতিনিয়ত হাম’লাকারী, চাঁদাবাজ, স’ন্ত্রা’সী ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই এই সময়ে মুক্তি’যু’দ্ধের চেতনা।’
স্ট্যাটাসে তিনি লিখেন, ‘স্বৈরাচারের বিরোধিতা ও ছাত্রলীগের স’ন্ত্রা’স, হ’ত্যা’সহ নানা ধরনের বর্বরতার প্রতিবাদ করার কারণেই এ পর্যন্ত নয় বার আমাকে হ’ত্যা’চেষ্টা করা হয়।
সর্বশেষ গতকাল ডাকসুতে ঢাবি ছাত্রলীগের সভাপতি, ভারতীয় ‘র’ এর এজেন্ট, ইসকন সদস্য সনজিদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম এবং তথাকথিত মুক্তি’যু’দ্ধ মঞ্চ নামক ছাত্রলীগের সন্ত্রা’সী মঞ্চের সভাপতি বুলবুল ও মামুনের নেতৃত্বে ৩ দফায় আমার ওপর হা’ম’লা চালানো হয়। সংগঠনের সহযো’দ্ধা’দের ওপর অসংখ্যবার হা’ম’লা চালানো হয়।’
স্ট্যাটাসে নুর বলেন, ‘এদেশের ছাত্রসমাজ তথা সাধারণ মানুষ পাশে থাকলে হা’ম’লা করে কিংবা মা’ম’লা দিয়ে আমাদের থামানো যাবে না।’
তিনি দেশকে মুক্ত করতে, জনগণকে বাঁচাতে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।