ঢাবিতে বিক্ষোভ, প্রক্টর কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান

Dec 23, 2019 / 02:08pm
ঢাবিতে বিক্ষোভ, প্রক্টর কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে এই বিক্ষোভ শুরু হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছন দিয়ে মধুর ক্যান্টিন হয়ে প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন—‘ফ্যাসিবাদের বিরুদ্ধে, লড়াই হবে একসাথে’, ‘নির্লজ্জ প্রক্টর, ধিক্কার ধিক্কার’, ‘ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘শিক্ষা সন্ত্রাস, একসঙ্গে চলে না’।

সমাবেশে ডাকসুর সমাজসেবাবিষয়ক সম্পাদক আখতার হোসেন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাস চলতে দেওয়া হবে না। যে প্রক্টর সন্ত্রাসের হাত থেকে ছাত্রদের রক্ষা করতে পারেন না, তাঁর প্রক্টর পদে থাকার কোনো বৈধতা নেই।

অবিলম্বে তাঁকে পদত্যাগ করতে হবে। আমরা প্রক্টরকে ২৪ ঘণ্টা সময় দিয়েছি। আমরা জানতে চাই, আপনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন?’ শিক্ষার্থীরা সমস্বরে প্রক্টরের পদত্যাগ দাবি করেন।

ছাত্র ফেডারেশন নেতা জাহিদ সুজন বলেন, ‘বুয়েটে আবরার ফাহাদের রক্ত শুকায়নি। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ছাদ থেকে হত্যার উদ্দেশ্যে দুজনকে ফেলে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন লেজুড়বৃত্তি প্রশাসন।’

গতকাল রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভেতরে ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এতে ভিপি নুরসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র : এনটিভি অনলাইন