সর্বকনিষ্ঠ এমপি দান করে দিবেন তার বেতনের অর্ধেকের বেশি অর্থ

মাত্র ছয় বছর আগে রাজনীতিতে না লিখিয়েছেন। আর এবার লেবার পার্টির এমপি নির্বাচিত হয়েছেন। তাও আবার ব্রিটিশ সংসদের সর্বকনিষ্ঠ সদস্য তিনি।
মানুষের কাছে প্রায় অপিরিচিত এই মেয়েটির নাম নাদিয়া হুইটমোর। বয়স মাত্র ২৩।
ব্রিটিশ সংসদের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে সবাই তাকে চিনে রেখেছিল। কিন্তু এবার নিজের বেতনের বেশিরভাগ অংশ দান করার কথা বলে হঠাৎ আবার আলোচনায় চলে এসেছেন।
নাদিয়া বলেছেন, তার বেতনের একটি বড় অংশ স্থানীয় সম্প্রদায়কে দান করে দেবেন।
ইংলিশ মিডল্যান্ডসের নটিংহ্যাম ইস্ট আসনে জয়ী হওয়ার আগে তিনি একটি অস্থায়ী চাকরি খুঁজছিলেন।
তিনি বলেছেন, একজন সাধারণ শ্রমিক গড়ে যে বেতন পান, সেই পরিমান বেতনই তিনি গ্রহণ করতে করতে চান।
জানা গেছে, তিনি বছরে ৮০ হাজার পাউন্ড বেতন পাবেন। এর মধ্যে ৪৫ হাজার পাউন্ড দান করে দেবেন।