ভারতের মাঠে রানের পাহাড় গড়ল ওয়েস্ট ইন্ডিজ

Dec 22, 2019 / 06:24pm
ভারতের মাঠে রানের পাহাড় গড়ল ওয়েস্ট ইন্ডিজ

নিকোলাস পুরান ও কায়রান পোলার্ডের ঝড়ো ইনিংসে ভারতের মাঠে ৩১৫ রানের পাহাড় গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ খেলায় ট্রফি নির্ধারণের ম্যাচে ৫ উইকেটে চ্যালেঞ্জিং স্কোর গড়ে সফরকারী উইন্ডিজ।

রোববার ভারতের কটকের বড়বাতি স্টেডিয়ামে টস জিতে ওয়েস্ট ইন্ডিজে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

প্রথমে ব্যাটিংয়ে নেমে স্লোথমোশনে ব্যাটিং করেন ক্যারিবীয় দুই ওপেনার এভিন লুইস ও শাই হোপ। উদ্বোধনীতে তারা ১৫ ওভার ব্যাটিং করে ৫৭ রানের জুটি গড়েন। ৫০ বল খেলে তিনটি চারের সাহায্যে ২১ রান করে ফেরেন লুইস। এরপর মাত্র ১৩ রানের ব্যবধানে ফেরেন অন্য ওপেনার শাই হোপ।

সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ১০২* ও ৭৮ রান করা হোপ রোববার তৃতীয় ম্যাচে করেন ৫০ বলে ৫টি চারের সাহায্যে ৪০ রান। তৃতীয় উইকেটে সিমরত হিতমারকে সঙ্গে নিয়ে ৫২ রানের জুটি গড়েন রোস্টন চেজ।

দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন নিকোলাস পুরান। তিনি ৬৪ বল খেলে ১০টি চার ও তিন ছক্কায় এ রান করেন। এছাড়া ৫১ বলে তিনটি চার ও দৃষ্টিনন্দন ৭টি ছক্কায় অপরাজিত ৭৪ রান করেন কায়রন পোলার্ড।