ভিপি নুরের ওপর হা’মলার ঘটনায় বিএনপির নিন্দা

Dec 22, 2019 / 04:50pm
ভিপি নুরের ওপর হা’মলার ঘটনায় বিএনপির নিন্দা

ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর ‘মুক্তিযু’দ্ধ মঞ্চ’ ও ছাত্রলীগের যৌথ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি।

এসময়মির্জা ফখরুল বলেন:হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ভারতের নাগরিকত্ব আইন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন: আমরা এনআরসি বিষয়ে বারবার প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। অথচ এ বিষয়ে সরকার ও সরকারের মন্ত্রীরা উদাসীন বক্তব্য প্রদান করে চলছেন। বাংলাদেশ সরকার নির্বিকার হয়ে আছে।

তিনি বলেন: এ ধরনের নতজানু আচরণের ফলে প্রতিবেশি ভারতের পার্লামেন্টে অন্যরা বাংলাদেশ ও বিএনপি সম্পর্কে মিথ্যা কথা বলে যাচ্ছে।