আইপিএল খেলতেই হবে এমন কোন স্বপ্ন নেই: মুশফিক

Dec 22, 2019 / 03:11pm
আইপিএল খেলতেই হবে এমন কোন স্বপ্ন নেই: মুশফিক

পুনরায় যখন আইপিএল কর্তৃপক্ষ মুশফিকের নাম অনুরোধ করে তালিকাভুক্ত করে তখন প্রত্যাশা ছিলো হয়তো দল পাবেন। কিন্তু, শেষ পর্যন্ত দল না পেয়েও সন্তুষ্ট মুশফিকের রহিম।

তিনি জানান, আইপিএল খেলতেই হবে এমন কোন স্বপ্ন তার নেই। তার কাছে গুরুত্বপূর্ণ দেশের হয়ে প্রতিনিধিত্ব করা।

তিনি বলেন, আইপিএল আমার কাছে বড় কোনো ইস্যু নয়। দেশের হয়ে খেলতে পারাটাই গর্বের। আশা ছিলো, হয়নি। তাই বলে চিন্তিত নই।